ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় মজুত ও বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে জরিমানা

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১১ মে ২০২২

বরগুনার পাথরঘাটায় তেল মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে একাধিক স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১১ মে) দুপরে উপজেলার পাথরঘাটা ও কাকচিড়া বাজারে অভিযান চালিয়ে এ আদেশ দেন বরগুনার ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।

তিনি জানান, পাথরঘাটায় সয়াবিন তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছেন ব্যবসায়ীরা। এমন অভিযোগের ভিত্তিতে পাথরঘাটায় অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত

jagonews24

এসময় মুক্তা স্টোরে ৮০০ টাকার তেল ৯৮০ টাকায় বিক্রির প্রমাণ পাওয়া যায়। এতে ওই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে শাহিন স্টোর নামের একটি তেলের ডিলারের দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে উপজেলার কাকচিড়া বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্ধারিত মূল্যে তেল বিক্রি ও মজুত না করার নির্দেশ দেওয়া হয়।

আরএইচ/জিকেএস