তানোর পৌরসভার মেয়র আটক
প্রতীকী ছবি
রাজশাহীর তানোর পৌরসভার নব-নির্বাচিত মেয়র মিজানুর রহমানকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে তাকে মহানগরীর সাহেববাজার এলাকা থেকে আটক করা হয়। বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, আটক পৌর মেয়র মিজানুর রহমানের বিরুদ্ধে পূর্বে সরকারবিরোধী আন্দোলনে নাশকতার ঘটনায় দায়ের করা মামলা রয়েছে। আর সে কারণে তাকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তবে এর বেশি কিছু জানাতে তিনি অস্বীকৃতি জানান।
এদিকে তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। তবে তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমানের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের হলেও তিনি বর্তমানে হাইকোর্ট থেকে জামিনে আছেন।
শাহরিয়ার অনতু/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান