ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত ৭

প্রকাশিত: ০৭:৩৭ এএম, ২৫ নভেম্বর ২০১৪

গোপালগঞ্জ সদর উপজেলায় গণপিটুনিতে রহিম সরদার (৩৫) নামে এক ডাকাত নিহত ও তিন ডাকাত আহত হয়েছে। এছাড়া ডাকাতদলের ছোঁড়া হাতবোমায় চার গ্রামবাসী আহত হয়েছে। মঙ্গলবার ভোর রাত চারটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সাত গ্রামবাসীকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রহিম সরদার গোপালগঞ্জ জেলা শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা।

গণপিটুনিতে আহত তিন ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে। আহত ডাকাতদলের সদস্যরা হল- খুলনা শহরের সোনাডাঙ্গার শফিকুল শেখ (৩৫), সদর উপজেলার খাগাইল গ্রামের ওদুদ শেখের ছেলে উলু মোল্লা (৪২) ও বরিশালের নাজিরপুরের মোকছেদ মোল্লার ছেলে সাইদ মোল্লা (৪৫)।

ডাকাতদলের ছোঁড়া হাত বোমা বিস্ফোরণে ও রামদার কোপে ওই গ্রামের মো. বাবু শেখ (৫০), তার স্ত্রী কোহিনুর বেগম (৪৫), ছেলে হায়াত আলী (১৫) ও বজলু শেখের ছেলে গোলাম রসুল (১৫) আহত হয়।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. ইদ্রিস আলী জানান, সোমবার দিনগত রাত দুইটার দিকে সদর উপজেলার শুকতাইল গ্রামের জাফর মাস্টারের বাড়িতে ১৫/১৬ জনের একদল সশস্ত্র ডাকাত ডাকাতি করতে যায়। ডাকাতদল ওই বাড়ির দরজা ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর মধ্যে খবর ছড়িয়ে পড়ে। পরে মাইকে বিষয়টি জানানো হলে দুই থেকে আড়াই হাজার গ্রামবাসী পুরো এলাকা ঘিরে ফেলে। এ সময় ডাকাতদল হাতবোমা ফাটিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা চার ডাকাতকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে এক ডাকাত নিহত ও তিন ডাকাত আহত হয়।