ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খেলতে গিয়ে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১৩ মে ২০২২

গাইবান্ধায় বাড়ির পাশের ডোবায় পড়ে আফসানা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মে) সদর উপজেলার তরফকাল গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আরিফ মিয়ার মেয়ে।

উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন জানান, বৃষ্টির ফলে বাড়ির পাশের ডোবায় পানি জমে। বিকেলে খেলা করার সময় শিশু আফসানা সবার অজান্তে পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে গেরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাহিদ খন্দকার/আরএইচ/এএসএম