ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শেখ হাসিনাকে খালেদার কাছে ক্ষমা চাইতে বললেন গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৯:২৪ পিএম, ১৪ মে ২০২২

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আপনি খালেদা জিয়ার কাছে গিয়ে ক্ষমা চান। তাকে বলুন, আমি আপনার প্রতি অবিচার করেছি- আমাকে ক্ষমা করুন।’

শনিবার (১৪ মে) সন্ধ্যায় বগুড়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়। আমরা যদি এ দাবিতে অনড় থাকি তাহলে শেখ হাসিনার কোনো চালবাজি করার সুযোগ নেই। আবার যেনতেন ভাবে যদি নির্বাচন করতে চায় সেটাও হতে দেওয়া যাবে না। এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয় এবং কোনো নির্বাচন করতেও দিবো না।

আপনি খালেদা জিয়ার কাছে গিয়ে ক্ষমা চান: গয়েশ্বর

জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সমাবেশে সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল রহমান চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/জেআইএম