ফরিদপুরে প্রতিপক্ষের আগুনে ৬ ঘর ভস্মীভূত
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীংগাল গ্রামের রহমান মাতুব্বর ও আকমাল মাতুব্বরের দুইটি বসতঘরসহ ছয়টি ঘর প্রতিপক্ষের দেয়া আগুনে ভস্মীভূত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় সাত লাখ টাকা সমমূল্যের আর্থিক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আকমাল মাতুব্বর জাগো নিউজকে বলেন, প্রতিবেশি পাউচা মাতুব্বর ও তার ছেলে হাসান মাতুব্বরের সঙ্গে পূর্ব শক্রতার জের ধরে মঙ্গলবার রাত ১১টার দিকে রহমান মাতুব্বরের বসতঘরের পাশে থাকা পাটকাঠির স্তুপে আগুন ধরিয়ে দেয়। আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়লে দুটি বসতঘরসহ ছয়টি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। ঘরের ভেতরের কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
এলাকাবাসী জানান, জমিজমা নিয়ে পাউচা মাতুব্বরের সঙ্গে প্রতিবেশি রহমান মাতুব্বর ও আকমাল মাতুব্বরের দীর্ঘ দিন ধরে বিবাদ চলছে।
এস.এম. তরুন/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান