ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১০ দিনেও সন্ধান মেলেনি কাপাসিয়ায় নিখোঁজ দুই মাদরাসাছাত্রের

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৮:১০ পিএম, ১৬ মে ২০২২

গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের ১০ দিন পার হলেও সন্ধান মেলেনি নিখোঁজ দুই মাদরাসাছাত্রের।

নিখোঁজরা হলো- উপজেলার রায়েদ ইউনিয়নের বিবাদিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে জাহিদ হাসান (১২) এবং একই বাড়ির আলাল মিয়ার ছেলে শরিফুল ইসলাম (১৪)।

জানা যায়, জাহিদ হাসান উপজেলার তরগাঁও ইউনিয়নের দেওনা দাওয়াতুল হক মাদরাসার হেফজ বিভাগের ছাত্র এবং শরিফুল ইসলাম বিবাদিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র। গত ৬ মে বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে তারা নিখোঁজ হয়। তবে পরিবারের সদস্যরা ভাবেন, তারা হয়তো মাদরাসায় চলে গেছে। কিন্তু খোঁজ নিয়ে জানা যায় তারা মাদরাসায় যায়নি। তখন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে দুই পরিবারের পক্ষ থেকে কাপাসিয়া থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়রি করা হয়েছে। আমরা তাদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান করছি।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/এএসএম