ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইজিবাইকের পাশে পড়েছিল যুবকের মরদেহ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৭ মে ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি ইজিবাইকও পাওয়া যায়।

মঙ্গলবার (১৭ মে) ভোর ৫টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের নাসিংগল মসজিদ এলাকার ডোবার পাশ থেকে মরদেহসহ ইজিবাইকটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ফজরের নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফেরা পথে নাসিংগল মসজিদ এলাকার ডোবার পাশে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহসহ একটি ইজিবাইক থানায় নিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জাগো নিউজকে বলেন, অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহসহ একটি ইজিবাইক উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এসজে/জিকেএস