টাওয়ার থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন চেয়ারম্যানপুত্রের খুনি
চেয়ারম্যানপুত্রের খুনি এরশাদ মোল্যা
ফরিদপুরের সদরপুরে বাড়িতে ঢুকে ইউপি চেয়ারম্যানের শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করা এরশাদ মোল্যা (৩৫) আত্মহত্যা করেছেন।
বুধবার (১৮ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদরপুর টিঅ্যান্ডটি টাওয়ার থেকে লাফিয়ে তিনি আত্মহত্যা করেন।
এর আগে বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার ঢেউখালী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতির বাড়িতে ঢুকে ধারালো অস্ত্রের আঘাতে তার শিশুপুত্র রাফসানকে হত্যা করেন এরশাদ। এ ঘটনায় মারাত্মক আহত হন রাফসানের মা দিলজাহান রত্না (৩৫)। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাফসানকে হত্যা ও তার মা রত্নাকে জখম করে বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে অভিযুক্ত এরশাদ মোল্যা সদরপুরে টিঅ্যান্ডটি টাওয়ারে চড়ে বসেন। এসময় বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাকে লাফ না দিতে অনুরোধ করেন। তারা বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকেও জানান। তবে পুলিশ আসার আগেই সন্ধ্যা সোয়া ৭টার দিকে এরশাদ মোল্যা টাওয়ার থেকে লাফ দেন। এতে নিচে পড়ে তিনি মারা যান।
খবর পেয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণসহ একদল পুলিশ সেখানে যান। জানতে চাইলে এসআই কৃষ্ণ জাগো নিউজকে বলেন, তারা টাওয়ার থেকে লাফিয়ে পড়া যুবকের মরদেহ উদ্ধার করেছেন। কিন্তু এটি কার মরদেহ সে বিষয়টি তিনি নিশ্চিত করে জানাতে পারেননি।
তবে উপজেলার ঢেউখালী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য সুকুর খালাসি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি টিঅ্যান্ডটি টাওয়ার থেকে লাফিলে পড়া যুবক এরশাদ মোল্যা বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
এন কে বি নয়ন/এমআরআর/জেআইএম