ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৬:১২ পিএম, ২০ মে ২০২২

ভোলার চরফ্যাশনে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. আব্দুল বারেক (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার (২০ মে) সকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এ ঘটনা ঘটে। মো. আব্দুল বারেক ওই এলাকার মো. আসলাম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে আব্দুল বারেক মাঠ থেকে গরু আনতে যান। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম