ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মায় ট্রলারডুবি, নিখোঁজ দুই

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২১ মে ২০২২

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে ঢেউয়ের কবলে ধানবোঝাই ট্রলার ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। 

শনিবার (২১ মে) সকাল ৬টার দিকে উপজেলার মাওয়া সংলগ্ন নদীর পদ্মা সেতুর অদূরে এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- ট্রলারে থাকা ধান কাটার শ্রমিক হেলাল (৩৫) ও দাদন (৪০)।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের জাগো নিউজকে বলেন, ডুবে যাওয়া ট্রলারটিতে ১৫ জন ধান কাটার শ্রমিক ছিল। তারা মুন্সিগঞ্জের শ্রীনগরের আলমপুর এলাকায় ধান কেটে মাদারীপুরের শিবচরের অভিমুখে যাচ্ছিল। সকালে মাওয়া থেকে পদ্মা নদী পাড়ি দেওয়ার সময় তীব্র ঢেউ ও প্রবল স্রোতের কবলে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৩জন সাঁতরে তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ থাকে।

তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে ঘটনাস্থলে পৌঁছায় নৌপুলিশ ও ফায়ার সার্ভিস। তবে নদীতে তীব্র স্রোতের কারণে ফায়ার সার্ভিস তলদেশে সন্ধান চালাতে পারেনি। সাঁতরে তীর ওঠা ১৩ শ্রমিক শিমুলিয়াঘাটে নিরাপদে রয়েছে। নিখোঁজ ট্রলার শানাক্ত হয়নি এখনো।

আরাফাত রায়হান সাকিব/এমআরআর/এএসএম