ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাশিমপুর কারাগারে নারী হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২২ মে ২০২২

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) বিকেল ৫টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত হাজতির নাম শাহানাজ বেগম (৫৯)। তিনি পাবনার সুজানগর থানার নামাপাড়া এলাকার আ. রাজ্জাকের স্ত্রী।

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার হালিমা খাতুন জাগো নিউজকে বলেন, রাজধানীর কামরাঙ্গীচর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার হয়ে শাহনাজ বেগম ২০১৬ সালের ৩০ মে ঢাকা থেকে এ কারাগারে স্থানান্তরিত হন। তিনি অ্যাজমা ও মানসিক রোগে আক্রান্ত ছিলেন।

জেল সুপার আরও বলেন, শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বিকেল ৪টার দিকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে শাহানাজ বেগম মারা যান।

মো. আমিনুল ইসলাম/এসজে