গোপালগঞ্জে গ্রিল কেটে দোকানের ২০০ ভরি স্বর্ণালঙ্কার লুট
গোপালগঞ্জে গ্রিল কেটে ব্যবসায়ীর অন্তত ২০০ ভরি স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। এসময় টাকা নগদ দুই লাখ টাকা নিয়ে যান।
শনিবার (২১ মে) দিনগত রাতে শহরের ডিসি রোডের স্বর্ণপট্টি এলাকার চন্দ্রিমা জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
দোকান মালিক গোবিন্দ রায় জানান, রাতে দোকানের পিছন দিকের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এরপর গেটের তালা ভেঙে মূল রুমে প্রবেশ করে সিন্দুক থেকে অন্তত ২০০ ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা নিয়ে যান। এ সময়ে দোকানের ভিতরে লাগানো সিসি টিভির ক্যামেরার হার্ড ডিস্কটিও নিয়ে যায় তারা।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, ইতোমধ্যে অভিযানে নেমেছে পুলিশ। কী পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে সেটি স্টক তালিকা দেখে বলা যাবে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মেহেদী হাসান/আরএইচ/জিকেএস