বাবা-মা-ভাইকে অচেতন করে স্কুলছাত্রীকে অপহরণ
অভিযুক্ত সাইফুল হাওলাদার
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় স্বজনদের চেতনানাশক খাইয়ে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শনিবার (২১ মে) উপজেলার ইকড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগীদের স্বজনরা জানান, ওই স্কুলছাত্রীকে বেশ কয়েকমাস ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন প্রতিবেশী ইয়াকুব হাওলাদারের বখাটে ছেলে সাইফুল হাওলাদার (১৯)। ওই ছাত্রী সাড়া না দিলে সাইফুল তার ওপর ক্ষুব্ধ হন। পরে কৌশলে ওই স্কুলছাত্রীকে রাজি করিয়ে শনিবার রাতে স্বজনদের খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে অচেতন করে আলমিরা ভেঙে স্বর্ণালঙ্কারসহ তাকে অপহরণ করেন। রোববার সকালে প্রতিবেশীরা তাদের সাড়াশব্দ না পেয়ে তাদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ভাণ্ডারিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, একই পরিবারের চারজনকে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন মোটামুটি সুস্থ হলেও বাকিদের চিকিৎসা চলছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
আরএইচ/জিকেএস