ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মোবাইলে গেম খেলার সময় প্রাচীর ভেঙে তরুণ নিহত

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ২৩ মে ২০২২

সাতক্ষীরায় জরাজীর্ণ প্রাচীরের ধারে বসে মোবাইলে গেম খেলছিলেন কয়েকজন। এসময় প্রাচীর ভেঙে পড়ে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইয়াসিন আলী (২০)। তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার ইমান আলী সরদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইয়াসিন আলী তার আরও তিন বন্ধুকে নিয়ে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় নবজীবন ইনস্টিটিউটের পাশে একটি জরাজীর্ণ প্রাচীরের ধারে বসে মোবাইলে গেম খেলছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ওই প্রাচীর ভেঙে তাদের ওপর পড়ে। এতে ইয়াসিন আলীসহ তার অপর তিন বন্ধু আহত হন। গুরুতর আহত ইয়াসিনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অন্যদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আহসানুর রহমান রাজীব/এমআরআর/এএসএম