ট্রেনে কাটা পড়ে যুবক নিহত, খোঁজ মিলছে না দুই হাতের
ফাইল ছবি
দিনাজপুর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা গেলেও দুই হাতের সন্ধান এখনো পাওয়া যায়নি।
সোমবার (২৩ মে) ভোর ৬টায় দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়া রেলঘুন্টির কাছে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেসের নিচে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি কাটা পড়ে মারা যান। তবে তার দুই হাত ঘটনাস্থল বা আশপাশে খুঁজে পাওয়া যায়নি। মাথা থেঁতলে গেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
এমদাদুল হক মিলন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম