দুমকিতে হাসপাতালের ময়লার ভাগাড়ে মিললো খাবার স্যালাইন
ময়লার স্তূপে ফেলে দেওয়া খাবার স্যালাইন কুড়িয়ে নিচ্ছেন স্থানীয়রা
পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদ থাকা কয়েকশ খাবার স্যালাইন ময়লার ভাগাড়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মে) দুপুরে এসব স্যালাইন কুড়িয়ে নিয়ে যান স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, নার্সিং ইনচার্জ আয়শা মারজান স্যালাইনগুলো বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলায় তিনি ময়লার ভাগাড়ে ফেলে দেন। এসব স্যালাইনের মেয়াদ রয়েছে ২০২৫ সাল পর্যন্ত। আর স্যালাইনগুলোর মেয়াদ থাকায় স্থানীয়রা যে যার মতো কুড়িয়ে নিয়ে যান।

স্থানীয়রা আরও বলেন, প্রতিবছর গরম আবহাওয়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিলে পুশ করা স্যালাইন ও খাবার স্যালাইনের সংকট দেখা দেয়। আর তিনি মেয়াদ থাকা স্যালাইন ময়লার ভাগাড়ে ফেলে দিচ্ছেন।
তবে অভিযুক্ত আয়শা মারজানের দাবি, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। কেউ তাকে ফাঁসাতে এ কাণ্ড ঘটাতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল শাহিন জাগো নিউজকে বলেন, এরই মধ্যে স্যালাইনের বিষয়ে আয়শা মারজানকে শোকজ করা হয়েছে। এসব স্যালাইন কীভাবে ডাস্টবিনে গেলো, বিষয়টি খতিয়ে দেখছি।
পটুয়াখালী সিভিল সার্জন ডা. কবির হাসান জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।’
আব্দুস সালাম আরিফ/এসজে/এমএস