ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে নারী মাদক কারবারির ৬ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৫ মে ২০২২

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা মাদক মামলায় চম্পা রানী (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীর ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত চম্পা রানি মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার বাবুল ব্যাপারীর স্ত্রী। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. শাহেন শাহ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০১২ সালের ৩১ মে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর শহীদ ইঞ্জিনিয়ারের ভাড়াটিয়া বাড়ি থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ চম্পাকে আটক করে র‌্যাব-১১। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পুলিশ। ওই মামলায় আদালত তাকে এ সাজা দিয়েছেন।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জিকেএস