ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধানমাড়াই যন্ত্রের তারে স্পৃষ্ট হয়ে প্রাণ গেলো কৃষকের

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৮:১৭ এএম, ২৭ মে ২০২২

গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুৎচালিত যন্ত্রে ধানমাড়াইকালে স্পৃষ্ট হয়ে আনারুল ইসলাম (৪৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় উপজেলার মহদীপুর ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আনারুল ওই গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আনারুল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির উঠানে খালি পায়ে বিদ্যুৎচালিত যন্ত্রে ধান মাড়াই করছিলেন। এ সময় ওই যন্ত্রের তার পায়ে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আনারুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জাহিদ খন্দকার/এসজে/জিকেএস