সাতক্ষীরায় সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, যুবক আটক
র্যাবের হাতে আটক আব্দুর রহমান
সাতক্ষীরার কলারোয়া থেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়া আব্দুর রহমান (২৬) নামের এক প্রতারককে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২৬ মে) রাত ৮টার দিকে উপজেলার দমদম বাজার থেকে তাকে আটক করা হয়।
আব্দুর রহমান সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ পুইজালা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে।
এসময় তার কাছ থেকে সৈনিক পদবীর বাংলাদেশ সেনাবাহিনী লেখা একটি নকল আইডি কার্ড, একটি শার্ট ও একটি প্যান্ট, আব্দুর রহমান নামের একটি নেইম প্লেট, ফরমেশন সাইন একটি, বাংলাদেশ সেনাবাহিনী লেখা নেইম প্লেট একটি, সোল্ডারব্যাচ দুই জোড়া, সেনাবাহিনীর মূল্যেবোধ ও চেতনাকার্ড একটি, সেনাবাহিনীর পোশাক পরা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি, একটি পুরাতন সোল্ডার ব্যাগ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার পহন চাকমা জানান, আব্দুর রহমান সেনাবাহিনীর সদস্যের পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে প্রাপ্ত আইডি কার্ডটি ভুয়া ও এ পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন নারীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণ করতেন বলে স্বীকার করেন। মামলা দিয়ে জব্দকৃত আলামত ও আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫ জনকে ঠেলে দিলো বিএসএফ
- ২ তারেক রহমানের প্রত্যাবর্তনে নির্বাচনের গতি-মাত্রা বেড়েছে
- ৩ খালেদা জিয়ার মনোনয়নপত্র হাতে পেলো বগুড়ার নির্বাচন পরিচালনা কমিটি
- ৪ বিএনপি সবসময় কোরআন সুন্নাহর পক্ষে ছিল ও আছে: মির্জা ফখরুল
- ৫ বিএনপি নেতাকর্মীদের অবরোধ, তৃতীয় দফায় ঢাকা-ময়মনসিংহে ট্রেন বন্ধ