ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সোনারগাঁয়ে ডায়াগনস্টিক সেন্টারে হামলা, স্ত্রীসহ মালিক আহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২৯ মে ২০২২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অ্যাপোলো নামের একটি ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের মালিক, তার স্ত্রী এবং দারোয়ান আহত হয়।

শনিবার (২৮ মে) দিনগত রাতে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রোববার (২৯ মে) দুপুরে ডায়াগনস্টিক সেন্টারের মালিকের স্ত্রী ময়না আক্তার সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত হেদায়েত উল্লাহ মুন্সির ছেলে সেলিমের সঙ্গে সাদিপুর ইউনিয়নের নয়াপুর গ্রামের কুদরত আলীর ছেলে ও অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের মালিক মাসুম বিল্লাহের টাকা-পয়সার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে শনিবার দিনগত রাতে সেলিমের নেতৃত্বে শান্ত, মামুনসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দারোয়ানকে মারধর করেন। পরে ডায়াগনস্টিক সেন্টারে হামলা করেন।

এ সময় একটি আলট্রাসনোগ্রাফি, একটি সিআর, এক্সরে মেশিনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন তারা। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় বাধা দিলে প্রতিষ্ঠানটির মালিক মাসুম বিল্লাহ ও তার স্ত্রী ময়না আক্তারকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

আহত মাসুম বিল্লাহ বলেন, আমি সেলিমের কাছ থেকে সুদের ওপর ঋণ নিয়েছি। কিছু টাকা পরিশোধও করেছি। তবে করোনা পরিস্থিতিতে ব্যবসা মন্দ থাকায় আমি ঋণগ্রস্ত হয়ে পড়ি। তাদের কাছে সময় চাইতেই এসে হামলা করেন।

এ বিষয়ে অভিযুক্ত সেলিম বলেন, ‘আমার কাছ থেকে সে তিন লাখ টাকা নিয়েছে। কিন্তু ফেরত দিচ্ছে না। আমি হাসপাতালে গিয়ে টাকা ফেরত চাইলে কথা-কাটাকাটি হয়। এর বেশি কিছু হয়নি।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/জিকেএস