ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খেলার সময় নিখোঁজ, পুকুরে মিললো শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৮:২২ এএম, ৩০ মে ২০২২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পানিতে ডুবে আরাফাত (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মে) বিকেলে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আরাফাত ওই গ্রামের আনার মিয়ার ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। পরে বাড়ির পাশে পুকুরে আরাফাতকে ভাসতে দেখেন। উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নূর মোহাস্মদ/এফএ/জিকেএস