ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় মাদক কারবারির আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০১:৪৮ পিএম, ৩০ মে ২০২২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হেরোইন বেচাকেনার দায়ে ঠাণ্ডা মিয়া (৪১) নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সোমবার (৩০ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। ঠাণ্ডা মিয়া গোবিন্দগঞ্জের সাহাপুর এলাকার মৃত মনতাজ আলীর ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৯ সালের ১৪ অক্টোবর সাহাপুর এলাকায় মাদক উদ্ধার অভিযানে নামে পুলিশ। অভিযানে ঠাণ্ডা মিয়াকে তার বাড়ি থেকে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় ওইদিন গোবিন্দগঞ্জ থানায় ঠাণ্ডা মিয়াকে আসামি করে মাদক করা হয়। ওই বছরের ৯ ডিসেম্বর আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা।

পিপি আরও জানান, দীর্ঘ শুনানি ও আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক তাকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জাহিদ খন্দকার/আরএইচ/জিকেএস