ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈশ্বরদীতে চালকল মালিককে জরিমানা

জেলা প্রতিনিধি | ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০৩:০১ পিএম, ৩০ মে ২০২২

জনপ্রিয় ব্র্যান্ডের নাম দিয়ে চাল বিক্রির দায়ে ঈশ্বরদীর লতিফ অ্যান্ড সন্স নামের একটি চালকল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩০ মে) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামে অভিযান চালিয়ে এ আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক জহিুরুল ইসলাম।

তিনি জানান, লতিফ অ্যান্ড সন্স তাদের উৎপাদিত চাল নিজ প্রতিষ্ঠানের নামে প্যাকেটজাত না করে প্রতারণার আশ্রয় নিয়ে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চাল, দিনাজপুরের চাল ও নুরজাহান চাল নামে প্যাকেটজাত করে বিক্রি করছে। এ অভিযোগে ওই প্রতিষ্ঠানে সত্ত্বাধিকারী সবুজ হোসেনকে ২০ টাকা জরিমানা করা হয়।

এ সময় ঈশ্বরদী নিরাপদ খাদ্য পরির্দশক সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আরএইচ/জিকেএস