ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মহেশপুর সীমান্তে দুই দালালসহ আটক ২২

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৪:০৯ পিএম, ৩০ মে ২০২২

ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত থেকে দুই দালালসহ ২২ জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী ও ১০ শিশু রয়েছে।

রোববার (২৯ মে) রাত ৮টার দিকে ভারতীয় সীমান্ত পিলার ৫১ থেকে ৫০০ গজ বাংলাদেশের ভেতরে মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।

সোমবার (৩০ মে) এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক।

বিজিবি জানায়, আটকরা সবাই নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ ও যশোর জেলার বিভিন্ন এলাকা বাসিন্দা। দালাল শাকিল হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ও বরকত আলী একই উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম