রামপালে নদীতে নিখোঁজ দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
বাগেরহাটের রামপালের দাউদখালী নদীতে পড়ে নিখোঁজ হওয়া দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর দাউদখালী নদীর সিকি এলাকা থেকে শিশু আহাদের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, নিখোঁজ অপর শিশু জান্নাতের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।
রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের সদস্য মো. আজাহার হোসেন টুকু জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে ফয়লাহাট আবাসন প্রকল্পের ৪ নম্বর দিঘির পাড়ের বাসিন্দা মো. ওমর শেখের শিশুপুত্র আহাদ শেখ (৮) ও বেল্লাল হোসেনের শিশুকন্যা জান্নাত দাউদখালী নদীতে পড়ে নিখোঁজ হয়। খবর পাওয়ার পর রোববার রাত সাড়ে ৮টার দিকে রামপাল ফায়ার সার্ভিস ও মোংলা কোস্টগার্ডের ডুবুরিদল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। তারা রাত সাড়ে ৩টা পর্যন্ত দাউদখালী নদীর বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালিয়েও তাদের কোনো সন্ধান পায়নি। এরপর সোমবার সকালে তারা আবারও অভিযান শুরু করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে দাউদখালী নদীর সিকি এলাকায় এক জেলের জালে আটকে থাকা নিখোঁজ শিশু আহাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ জান্নাতের কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, জান্নাতের সন্ধানে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান চলমান রেখেছেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, দাউদখালী নদীতে পড়ে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের মরদেহ জালে আটকে যাওয়া অবস্থায় উদ্ধার হয়েছে। নিখোঁজ অপর শিশুর সন্ধানে তল্লাশি অভিযান চলছে।
এমআরআর/এএসএম