পুলিশকে ধাক্কা মেরে থানার সামনে থেকে পালালো আসামি
ফাইল ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়েছেন সামিউল ইসলাম নামের এক আসামি।
মঙ্গলবার ( ৩১ মে) ভোর ৬টার দিকে গোবিন্দগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে।
আসামিকে ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম।
সামিউল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আসামি সামিউলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় শ্যালিকাকে ধর্ষণ ও অপহরণ মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরতে অভিযান চালায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম। মঙ্গলবার সকালে চাঁদপুরের মতলব থানা পুলিশের সহযোগিতায় সামিউলকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসা হয়। থানার সামনে গাড়ি থেকে নামানোর সময় পুলিশকে ধাক্কা মেরে তিনি পালিয়ে যান।
জাহিদ খন্দকার/এসআর/এমএস