আখাউড়া হয়ে ভারতে গেলো ৩৫ টন এলপি গ্যাস
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এলপি গ্যাস গেলো ভারতের ত্রিপুরায়। মঙ্গলবার (৩১ মে) দুটি ট্যাংকে করে প্রায় ৩৫ টন গ্যাস ভারতে যায়।
মধ্যপ্রাচ্য থেকে আসা এসব গ্যাস বাংলাদেশে প্রক্রিয়াজাত করে ভারতে পাঠানো হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মৌ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি মহসীন আহমেদ সরকার সন্ধ্যায় জাগো নিউজকে জানান, মধ্যপ্রাচ্য থেকে আনা গ্যাস বাংলাদেশে প্রক্রিয়াজাত করে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড তার প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতে পাঠিয়েছে। এ বন্দর দিয়ে প্রায় ৫০ হাজার টন গ্যাস পাঠানোর কথা রয়েছে। একাধিক কোম্পানি গ্যাস পাঠাবে বলে তিনি জানতে পেরেছেন।
এর আগে কুমিল্লার একটি বন্দর দিয়ে ভারতে যায় গ্যাস।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম