মাছ ধরে ফেরার পথে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
হাসপাতাল থেকে আলমগীরের মরদেহ বাড়ি নেওয়া হচ্ছে
পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরে বাড়ি ফেরার পথে আলমগীর (৪৪) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুন) দুপুর ১টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আলমগীর ওই এলাকার মৃত মন্নান মুন্সীর ছেলে।
নিহতের ফুফতো ভাই জামাল উদ্দিন জানান, আলমগীর একজন দিনমজুর। যখন যে কাজ পায়সে কাজ করে। সকালে খালে মাছ ধরার জন্য জাল পেতে বাড়ি ফেরার পাশের বাড়িতে সংযোগ দেওয়া বিদ্যুতের তার ছিঁড়ে তার গায়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
কুয়াকাটা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আশিকুর রহমান রিজভী জানান, বিদ্যুৎস্পৃষ্টের সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। তাই তাঁকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এএসএম