ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আম পাড়তে গিয়ে ফিরলেন লাশ হয়ে

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৬:০৮ পিএম, ০১ জুন ২০২২

জামালপুরের মেলান্দহে গাছে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জলহক (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুন) দুপুরে উপজেলার নয়ানগর ইউনিয়নের মামা-ভাগিনা এলাকায় এ ঘটনা ঘটে। জলহক ওই গ্রামের মৃত রহেজ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর পৌনে ২টার দিকে জলহক আম পাড়ার জন্য গাছে উঠেন। এসময় পাশের বিদ্যুৎ লাইনে গাছের ডালে লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ থেকে তার মরদেহ উদ্ধার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/এএসএম