বাবা মোটরসাইকেল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা
ফাইল ছবি
গাজীপুরের কালীগঞ্জে বাবার কাছে মোটরসাইকেল দাবি করে না পেয়ে নুর মোহাম্মদ (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
বুধবার (১ জুন) বিকেলে উপজেলার ঈশ্বরপুর গ্রামের কোহিনুর মার্কেট এলাকা থেকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নুর মোহাম্মদ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের সাইজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক সহকারী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বাবার কাছে বায়না করছিলেন নুর মোহাম্মদ। বুধবার দুপুরেও এ নিয়ে বাবার সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন নুর মোহাম্মদ। পরে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করলেও তার সাড়া পাওয়া পায়নি। পরে জানালা দিয়ে তার মরদেহ ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা।
তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এসআই আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুর রহমান আরমান/এসআর/জিকেএস