ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে স্বতন্ত্র ও নৌকা প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৯:১৬ পিএম, ০১ জুন ২০২২

ঝিনাইদহ শহরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় স্বতস্ত্র প্রার্থীর একটি গাড়িও ভাঙচুর করা হয়।

বুধবার (১ জুন) সন্ধ্যা ৭টার দিকে শহরের মডার্ন মোড়ের ধোপাঘাটা ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যায় স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল শহরের মডার্নমোড় এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। সেসময় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর একটি মাইক তাদের পাশ দিয়ে ঘন ঘন ঘোরাঘুরি করছিল। মাইকটি অন্যদিকে নিতে বললে নৌকার সমর্থকরা অতর্কিত হামলা করেন।

পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে স্বতন্ত্র প্রার্থী হিজলসহ অন্তত আটজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত স্বতন্ত্র প্রার্থীর ভাই মমিনুল ইসলাম বলেন, আমরা শহরের কলাবাগান এলাকা থেকে প্রচার চালাতে মডার্ন মোড় এলাকার নতুন ব্রিজের কাছে আসি। এর আগে থেকেই নৌকার একটি ডাবল স্পিকারের প্রচার মাইক আমাদের আশপাশে ঘোরাঘুরি করছিল। তখন আমাদের প্রচারকাজে সমস্যা হচ্ছে জানিয়ে মাইকটিকে অন্যদিকে সরিয়ে নিতে বলা হয়। তখন মাইক ওপারেটর মোবাইলে কাকে যেন কল দেন। এর কয়েক সেকেন্ড পরেই ১০ থেকে ১৫ জন এসে আমাদের ওপর হামলা করেন ও ইটপাটকেল নিক্ষেপ করেন। আমার দুই ভাইকে (প্রার্থী ও তার বড় ভাই) লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন তারা।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, নির্বাচনী প্রচারণা নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। শহরজুড়ে অতিরিক্ত পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল জোরদার করা হয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাল্গুনী রানী সাহা বলেন, আহত বেশ কয়েকজন আমাদের হাসপাতালে এসেছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক না। তবে শরীরের বিভিন্ন স্থানে লাঠি ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এমআরআর/এএসএম/ইএ