ফরিদপুরে বজ্রপাতে নারীর মৃত্যু
প্রতীকী ছবি
ফরিদপুরের বোয়ালমারীতে বজ্রপাতে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম রেহানা বেগম (৪২)। তিনি উপজেলার ঘোষপুর ইউনিয়নের আলগা পাড়া গ্রামের বাসিন্দা ট্রাক্টর চালক মো. আলমগীরের স্ত্রী।
ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন নবাব জাগো নিউজকে জানান, নিহত রেহানা বেগম এক ছেলে ও এক মেয়ের জননী। তিনি বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে বের হন। ওই সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান জাগো নিউজকে বলেন, ওই নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এন কে বি নয়ন/এফএ/এএসএম