ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুগ্ধতা ছড়িয়েছে ঈশ্বরদীর লিচু মেলা

ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ০৩ জুন ২০২২

ঈশ্বরদীতে ব্যতিক্রমী লিচু মেলা আয়োজনে মুগ্ধ দর্শনার্থীসহ এলাকার মানুষ। মেলার প্রবেশ পথে লিচু দিয়ে নির্মিত গেট মন ছুঁয়েছে সবার। মেলার মাঠে আধুনিক কৃষি প্রযুক্তি সমৃদ্ধ নান্দনিক স্টল দৃষ্টি কাড়ে আগতদের।

শুক্রবার (৩ জুন) ছুটির দিন সকাল থেকে শতশত দর্শনার্থী লিচু মেলায় ঘুরতে আসেন। তারা অনেকেই মেলার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

মেলায় বাবা-মায়ের সঙ্গে ঘুরতে আসা স্কুলছাত্রী রাইসা বলেন, জীবনে প্রথম লিচু মেলা দেখলাম। নিজের শহরে এমন মেলা দেখে ধন্য মনে হচ্ছে। মেলার সুন্দর পরিবেশ মুগ্ধ করেছে। আমি সত্যই খুব উচ্ছ্বসিত।

jagonews24

উপজেলার চরমিরকামারী গ্রামের আব্দুর রহমান মিলন বলেন, লিচু মেলার আয়োজন অত্যন্ত দৃষ্টিনন্দন। লিচুসহ অন্যান্য ফল-ফলাদি নিয়ে প্রতি বছর যেন এ ধরনের মেলার আয়োজন হয়। তাহলে আমাদের দেশীয় ফল সম্পর্কে ধারণা পারে শিশু কিশোররা।

মেলায় ঘুরতে আসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী বলেন, সারাদেশে ঈশ্বরদীর লিচুর সুনাম রয়েছে। লিচু মেলার মাধ্যমে কৃষকরা লিচু চাষের প্রতি আরও বেশি উৎসাহিত হবেন। এতে ঈশ্বরদীর কৃষি ও কৃষকরা আরও উৎসাহিত হবেন। লিচু মেলায় ঘুরতে এসে সবাই মুগ্ধ। আমি নিজেও এতো সুন্দর মেলা দেখে আনন্দিত হয়েছি।

এর আগে ২ মে ঈশ্বরদী সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির আয়োজনে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আরএইচ/এএসএম