ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চেতনানাশক খাইয়ে বন্ধুর মেয়েকে ধর্ষণ

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৩ জুন ২০২২

জয়পুরহাটের পাঁচবিবিতে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হায়দার আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুন) সকালে উপজেলার গোড়না এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বিনশিরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, হায়দার আলীর ওই স্কুলছাত্রীর বাবার বন্ধুত্ব ছিল। এ সুবাদে তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল তার। বুধবার (১ জুন) রাতে ওই মেয়ে ও তার বাবা বাড়িতে ছিলেন। এসময় হায়দার আলী কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দুজনকে খাইয়ে দেন। কিছুক্ষণ পর তারা অচেতন হয়ে পড়লে স্কুলছাত্রীকে অন্য রুমে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান হায়দার আলী।

ওসি আরও জানান, সকালে স্থানীয়রা বাবা-মেয়েকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে হায়দার আলীকে গ্রেফতার করা হয়।

রাশেদুজ্জামান/আরএইচ/এএসএম