ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী-ভাসুর গ্রেফতার

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৫:২৩ এএম, ০৪ জুন ২০২২

নারায়ণগঞ্জের সদর উপজেলার বাবুরাইল এলাকায় নুরতাজ বেগম (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুন) দুপুরে এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করে বিকেলে তাদের আদালতে পাঠিয়েছে।

গ্রেফতাররা হলেন- নুরতাজের স্বামী আউয়াল (৩৩) এবং তার ভাসুর ফজলুর রহমান (৪৫)। এর আগে এই নিহতের ভাই আয়ান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত নুরতাজ বাবুরাইল এলাকার শামসুল হকের মেয়ে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহতের স্বামী দীর্ঘদিন বিদেশে প্রবাসী ছিলো। দেশে ফিরে বেকার জীবনযাপন করছিলো। বেকার থাকার কারণে তার শ্বশুর ঘর জামাই হিসেবেই তাকে নিজ বাড়িতে রাখে। কিন্তু কিছুদিন পর আউয়াল টাকা পয়সার জন্য নুরতাজকে চাপ দিতো। এনিয়ে প্রায়ই উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ হতো।

পুলিশ আরও জানায়, ঘটনার দিন সকালে স্বামী আউয়াল জানায় নুরতাজ ঘুমের মধ্যে মারা গেছে। কিন্তু তারা বোনের রুমে গিয়ে দেখতে পায় নুরতাজের দেহ ফ্লোরে পরে রয়েছে। পাশাপাশি আউয়ালের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় এর পেছনে হত্যাকাণ্ডের ধারণা করছে নুরতাজের পরিবার।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, মামলার পরপরই স্বামী আউয়াল ও ভাসুর ফজলুর রহমানকে গ্রেফতার করে বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এমএইচআর