স্ত্রীর খোঁজ মিলছে না বলে প্রচারণা, গর্ত খুঁড়ে মিললো মরদেহ
পুকুরপাড়ের গর্ত খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়
রংপুরের পীরগাছায় নিখোঁজের তিন দিন পর মিলি বেগম (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ জুন) দুপুরে উপজেলার পারুল ইউনিয়নের বিরামহীন গ্রামে স্বামী মানিক মিয়ার বাড়ির পার্শ্ববর্তী পুকুরপাড়ের একটি গর্ত খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার রাত ১টা থেকে মিলি বেগমের খোঁজ মিলছে না বলে প্রচারণা চালান স্বামী মানিক মিয়া। এরপর আজ শনিবার দুপুরে মিলির বাবা একই ইউনিয়নের পার্শ্ববর্তী পচাকান্দি গ্রামের আসাদ আলীকে সঙ্গে নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য যান মানিক।
থানায় অবস্থানকালে মানিকের বাড়ির পার্শ্ববর্তী পুকুরপাড়ে একটি গর্ত থেকে একজনের মরদেহ মিলেছে বলে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে প্রাথমিক অনুসন্ধান চালানোর পর মানিককে পুলিশ হেফাজতে রাখা হয়।

এদিকে বৃহস্পতিবার সকালে মানিকের মা রোকেয়া বেগম ও বড় ভাই তৌহিদ মিয়া এবং ভাবী লাকি বেগমসহ পরিবারের অন্য সদস্যরা আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি ছেড়ে চলে যান বলেও জানান স্থানীয়রা।
এ বিষয়ে পীরগাছা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর মিয়া জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মানিক মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
জিতু কবীর/এসজে/জেআইএম