বরগুনায় পণ্যবাহী ট্রলারডুবি, দুই শ্রমিক নিখোঁজ
ফাইল ছবি
বরগুনার পায়রা নদীতে পণ্যবাহী ট্রলার ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। রোববার (৫ জুন) দিনগত রাত ১টার দিকে নদীর চাড়াভাঙা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে।
ট্রলারে থাকা শ্রমিক আব্দুর রব মৃধা জাগো নিউজকে জানান, শনিবার রাত ৮টার দিকে বরগুনা বাজারের রিপন মহাজনের ঘর থেকে বিভিন্ন পণ্য নিয়ে পাঁচ শ্রমিকসহ এক ব্যবসায়ী ট্রলারটি তালতলীর দিকে যাত্রা শুরু করে। রাত ১টার দিকে ট্রলারটি পায়রা নদীর চাড়াভাঙা এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়, এসময় নদী উত্তাল থাকায় ট্রলারটিতে পানি প্রবেশ করে। পানি ঢোকা বন্ধ করতে না পারায় ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজন সাতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন দুই শ্রমিক।
ফায়ার সার্ভিসের তালতলী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, খবর পাওয়ারর সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে যান। সেখানে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে কাজ করছেন তারা।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ