নিখোঁজের একদিন পর পুকুরে মিললো যুবকের মরদেহ
জয়পুরহাটে নিখোঁজের একদিন পর পুকুর থেকে হাসানুজ্জামান হাসু (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ জুন) সকালে জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাসানুজ্জামান হাসু পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
নিহত হাসুর বাবা শফিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘স্থানীয় এক যুবক আমার ছেলের কাছ থেকে টাকা পেতো। সে বারবার টাকার জন্য চাপ দিতো। সময়মতো টাকা ফেরত দিতে না পারায় তারাই এমন কাজ করেছে।’

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব।
পুলিশ জানায়, শনিবার (৪ জুন) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি হাসু। রোববার সকালে তার মরদেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি পলাশ চন্দ্র দেব বলেন, কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
রাশেদুজ্জামান/এসআর/জেআইএম