ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় ট্রলার ডুবিতে নিখোঁজ ২ শ্রমিকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০৬ জুন ২০২২

বরগুনার পায়রা নদীতে ইঞ্জিন বিকল হয়ে পণ্যবাহী ট্রলার ডুবে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

সোমবার (৬ জুন) দুপুর ২টার দিকে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ক্যাপ্টেন হুমায়ুন কবির জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নদীর শশাতলী এলাকা থেকে কমল সমাদ্দার (৪০) ও চাড়াভাঙা এলাকা থেকে আবদুল খালেকের (৫০) মরদেহ উদ্ধার করা হয়।

jagonews24

এর আগে শনিবার রাতে বরগুনা থেকে তালতলী যাওয়ার পথে পায়রা নদীর চড়াভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি বরগুনা থেকে তালতলী বাজারে পণ্য নিয়ে আসছিলো। এসময় ট্রলারে থাকা পাঁচ শ্রমিক তীরে উঠতে পারলেও তারা নিখোঁজ ছিলেন

ফায়ার সার্ভিস তালতলী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, তালতলী ফায়ার সার্ভিস ও বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুদিন অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

আরএইচ/জিকেএস