পদ্মা সেতুতে চাকরির কথা বলে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
অভিযুক্ত চান মিয়া
বগুড়ার ধুনটে চাঁন মিয়া নামের এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে ১১ বেকার যুবকের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভালো বেতনে পদ্মা সেতুতে চাকরি দেওয়ার কথা বলে এ টাকা হাতিয়ে নেওয়া হয়। এ ঘটনায় বেকার যুবকদের পক্ষে গোলজার রহমান নামের একজন ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন।
ধুনট থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্ম সেতুতে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে প্রায় ছয় মাস আগে ১১ যুবকের কাছ থেকে দুই লাখ ৪২ হাজার টাকা নেন উপজেলার চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা চাঁন মিয়া (৬০)। এরমধ্যে উপজেলার জোড়খালী গ্রামের গোলজার রহমান, শামীম হোসেন, রুস্তম আলী, তারেক, জাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও শফিকুল ইসলামের কাছ থেকে ৩০ হাজার করে এবং রিয়াজুল ইসলাম সবুজ, সোহেল তালুকদার, ইব্রাহিম হোসেন ও মিলন রহমানের কাছ থেকে ৮ হাজার করে টাকা নিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, এসব বেকার যুবকদের কাঙ্ক্ষিত চাকরি দিতে পারেননি চান মিয়া। পরে তারা টাকা ফেরত চেয়েও পাননি। বিভিন্ন ধরনের টালবাহানার পাশাপাশি ভয়ভীতি দেখানো হচ্ছে। বাধ্য হয়ে জোড়খালী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে গোলজার রহমান বাদী হয়ে গত ২০ মে চান মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দেন।
এ বিষয়ে ভুক্তভোগী গোলজার রহমান বলেন, ‘পদ্মা সেতুর উন্নয়ন কাজের সুপারভাইজার পদে মাসে ২৮ হাজার টাকা বেতনে চাকরি দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছেন চান মিয়া। কিন্তু আমাকে মাত্র ৮ হাজার টাকা বেতনে শ্রমিকের কাজ দিয়েছিলেন। সেখানে কয়েকদিন কাজ করে বাড়িতে ফিরে এসেছি।’
একই এলাকার রিয়াজুল ইসলাম সবুজ বলেন, ‘পদ্মা সেতুর উন্নয়ন কাজে ব্যবস্থাপক পদে মাসে ৪০ হাজার টাকা বেতনে চাকরি দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৮ হাজার টাকা নেন চান মিয়া। কিন্ত আজও আমাকে চাকরি দিতে পারেননি।’
এ বিষয়ে চাঁন মিয়া বলেন, পদ্ম সেতুতে নির্মাণশ্রমিকের কাজ দেওয়ার কথা বলে ১১ যুবকের কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা নিয়ে তাদের কাজ দিয়েছিলাম। সেখানে তারা কয়েকদিন কাজ করে বাড়িতে ফিরে এসে টাকা ফেরতের জন্য চাপ দিচ্ছেন। আমি কোম্পানির লোকজনের সঙ্গে যোগাযোগ করে তাদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করছি।
সোমবার (৬ জুন) দুপুরে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত বিশ্বাস জাগো নিউজকে বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ মিলেছে। চান মিয়া চাকরিপ্রত্যাশীদের টাকা ফেরত দিতে চেয়েছেন। ফেরত না দিলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এসআর/এএসএম