ফায়ার ফাইটার রনির দাফন সম্পন্ন
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো ফায়ার ফাইটার রনির। মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টায় নিজ গ্রাম শেরপুর সদরের হেরুয়া বালুরঘাট এলাকায় তার জানাজা হয়। জানাজায় রনির আত্মীয়-স্বজনসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে সকাল সাড়ে ৬টায় রনির মরদেহে এসে পৌঁছায় তার নিজ এলাকায়। মরদেহ পৌঁছার পর থেকেই স্থানীয় জনগণের ভিড় বাড়ে তার বাড়িতে।

এসময় শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা তাকে গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ইমরান হাসান রাব্বি/এফএ/জেআইএম