পোস্ট অফিস নয় যেন পরিত্যক্ত ঘর!
সাব-পোস্ট অফিসের জরাজীর্ণ ঘর
ফরিদপুরের সদরপুর উপজেলার প্রধান ব্যবসাকেন্দ্র ও জনগুরুত্বপূর্ণ এলাকা হাটকৃষ্ণপুর। এখানে একটি সাব-পোস্ট অফিস আছে। বর্তমানে অফিসটির অবস্থা খুবই জরাজীর্ণ। দূর থেকে দেখে মনে হবে যেন পরিত্যক্ত ঘর। সামান্য বৃষ্টি হলে চাল দিয়ে পানি পড়ে। দরজা-জানালা ভাঙা। কাগজপত্র রাখতে হয় পলিথিনে ঢেকে। চারচালা টিনের ঘরের বারান্দা ভেঙে ঝুলে আছে। যে কোনো সময় চালা ভেঙে দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৭৪ সালে সদরপুর উপজেলার হাটকৃষ্ণপুর সাব-পোস্ট অফিসটি প্রতিষ্ঠিত হয়। শুরু থেকে ৫০০ টাকা ভাড়ায় চারচালা একটি টিনের ঘরে অফিস চলে। দীর্ঘদিন সংস্কার ও মেরামত না করায় জরাজীর্ণ হয়ে আছে অফিস ঘর। প্রাণ হারানোর ভয় নিয়েই এখানে ১৫ জন স্টাফ তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পোস্ট অফিসের চারপাশ ময়লা-আবর্জনায় ভরা। শৌচাগার ও ড্রেনের দুর্গন্ধে অফিসে বসা দায়। কর্মচারীদের বেতন থেকে বিদ্যুতের বিল দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, এমইনিতেই আধুনিক যুগে মানুষ পোস্ট অফিসে কম যান। এরপর বর্তমানে পোস্ট অফিসের যে অবস্থা, এতে সাধারণ মানুষ বাধ্য না হলে সেখানে যান না।
সাব-পোস্ট অফিসের পোস্ট মাস্টার মো. আক্তারুজ্জামান মিয়া জাগো নিউজকে বলেন, অবস্থা খুবই নাজুক। চাকরির স্বার্থে আমরা এখানে দায়িত্ব পালন করছি। কোনো সুস্থ্য মানুষ এ ভবনে কাজ করতে পারবেন না।
এ বিষয়ে জানতে চাইরে ফরিদপুর ডাক বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মো. তরিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, পোস্ট অফিসটির নিজস্ব কোনো জায়গা-জমি নেই। যার কারণে ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। এছাড়া নানা সমস্যার কথা শুনেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এন কে বি নয়ন/এসজে/জেআইএম