মহাদেবপুর ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত
নিহত সাখাওয়াত হোসেন
নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় সাখাওয়াত হোসেন (৪০) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাতাজি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সাখাওয়াত হোসেন উপজেলার হাতুড় গ্রামের রহমতুল্লাহর ছেলে। তিনি উপজেলার গাহলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার মাছের মোড় থেকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সাখাওয়াত হোসেন। একই অভিমুখে একটি ট্রাক অতিক্রম করার সময় ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যান তিনি। পরে ট্রাকচাপায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আব্বাস আলী/আরএইচ/জিকেএস