ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাজে ব্যস্ত সবাই, পুকুরে ডুবে প্রাণ গেলো নয়নের

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৮ জুন ২০২২

ফরিদপুরের মধুখালীতে পুকুরে ডুবে নয়ন দাস (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে মির্জাকান্দি গ্রামের নিটল দাসের ছেলে।

বুধবার(৮ জুন) উপজেলার জাহাপুর ইউনিয়নের মির্জাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নয়নের বড় বোন পুষ্প দাস বলেন, ছোট ভাই নয়নকে বাড়িতে রেখে মা সকালে খড়ি (লাকড়ি) কুড়াতে যায়। আমিও অন্য কাজে ব্যস্ত ছিলাম। বাড়িতে গিয়ে ভাইকে না পেয়ে খুঁজাখুঁজি করি। পরে বেলা সাড়ে এগারোটার দিকে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা তাকে উদ্ধার করে।

নিহতের বাবা নিটল দাস জাগো নিউজকে বলেন, ভ্যানগাড়ি চালিয়ে কোনো রকম সংসারের খরচ চালাই। সকাল থেকে রাত পর্যন্ত ভ্যান নিয়ে বাইরে থাকি। আমার সব শেষ হয়ে গেলো।

এ বিষয়ে জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল ইসলাম বাচ্চু জাগো নিউজকে বলেন, সবাই কাজে ব্যস্ত থাকায় ছেলেটি সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে ডুবে মারা গেছে। এটি একটি মর্মান্তিক ঘটনা।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস