মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু
ফাইল ছবি
ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পেয়ে নূর মোহাম্মদ নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নূর মোহাম্মদ (৩৬) কানাইপুর বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।
বুধবার (৮ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কানাইপুর বাজারের ব্যবসায়ী আরিফুজ্জামান চান জাগো নিউজকে জানান, নূর মোহাম্মদ তার বন্ধু দিগন্ত সাহাকে নিয়ে বাজার সংলগ্ন ইব্রাহিমদি গ্রামের খেলার মাঠে মোটরসাইকেল চালানো শিখতে যান। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি মাঠের পাশে একটি মেহগনি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে তিনি মাথায় মারাত্মক আঘাত পান। তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তার মৃত্যু হয়।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন জাগো নিউজকে বলেন, কানাইপুর ইউনিয়নের ইব্রাহিমদি গ্রামের একটি খেলার মাঠে বুধবার দুপুরের দিকে নুর মোহাম্মদ বাইক চালানোর সময় মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন। বিকালে তিনি মারা যান।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জাগো নিউজকে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এন কে বি নয়ন/এফএ/এএসএম