ফরিদপুরে খাল খনন নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১২
প্রতীকী ছবি
ফরিদপুরের বোয়ালমারীতে খাল খননকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছেন। শুক্রবার (১০ জুন) সকালে উপজেলার সাতৈর ইউনিয়নের রামদিয়া ধরনীধরদি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আওতায় ধরনীধরদি ব্রিজ থেকে কৃষকদের জমির ওপর দিয়ে ৯০০ মিটার খাল খননের কাজ শুরু হয়। গত কয়েকদিন ধরে মো. ইউনুস শেখ তার ব্যক্তিগত জমির ওপর দিয়ে খাল কাটায় বাধা সৃষ্টি করেন। তিনি বিভিন্ন দপ্তরে বিএডিসির বিরুদ্ধে অভিযোগ করেন।
সকালে ইউনুস শেখ তার জমির যে অংশে খাল কাটা হয়েছে তা ভরাট করতে গেলে স্থানীয় কৃষকরা বাধা দেন। এনিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে রামদিয়া গ্রামের মহিউদ্দীন শেখের ছেলে মজিবর আহমেদ, আবুল কালামের ছেলে আমিনুল মুন্সি, সোরাব শেখের ছেলে মো. মোস্তফা শেখ ও প্রতিপক্ষের ধরনীধরদি গ্রামের ছত্তার শেখের ছেলে ফিরোজ শেখ, হামেদ শেখের ছেলে মোতালেব শেখসহ অন্তত ১২ জন আহত হন। সংঘর্ষে আহতরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ইউনুস শেখের ছেলে মো. নাসিরুদ্দিন ফোরকান জাগো নিউজকে বলেন, আমাদের পক্ষ থেকে অভিযোগ করার পর বিএডিসি কাজ বন্ধ করে দেয়। আমাদের খাল যেটুকু কেটেছে তা ভরাট করতে গেলে মারামারির সৃষ্টি হয়।
এ বিষয়ে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু জাগো নিউজকে বলেন, কৃষকদের দাবির কারণে খাল খননের কাজ শুরু হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এন কে বি নয়ন/আরএইচ/এএসএম