নারায়ণগঞ্জে নাশকতা মামলায় যুবদল নেতা কারাগারে
কারাগারে নেওয়া হচ্ছে যুবদল নেতা রশিদুর রহমান রশুকে
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল নেতা রশিদুর রহমান রশুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১১ জুন) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে তার আইনজীবী শরীফুল ইসলাম শিপলু বলেন, ফতুল্লার থানায় নাশকতার একটি রাজনৈতিক মামলায় রশিদুর রহমান রশুর বিরুদ্ধে পরোয়ানা ছিল। ওই পরোয়ানায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এর আগে গত ১০ জুন রাতে শহরের মাসদাইর এলাকার বাসার কাছ থেকে রশিদুর রহমান রশুকে গ্রেফতার করে পুলিশ।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম