ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উঠানে গাঁজা চাষ, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১২ জুন ২০২২

বগুড়ার আদমদীঘিতে বাড়ির উঠানে গাঁজা গাছ চাষ করে ধরা পড়লেন শহিদুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি।

রোববার (১২ জুন) সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের লোকু পশ্চিম কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, ওই মহল্লায় নিজ বাড়ির উঠানে ইটের প্রাচীর ঘেঁষে গাঁজা চাষ করছিলেন শহিদুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বড় একটি গাঁজা গাছ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আকতার জানান, অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেফতারসহ একটি গাঁজা গাছ উদ্ধার করি।

আরএইচ/জেআইএম