সাতক্ষীরা সীমান্তে ৫ বাংলাদেশি আটক
সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় পাঁচ বাংলাদেশি চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার ভোর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কলারোয়ার কাতপুর গ্রামের সানাউল্লার ছেলে রমিজ উদ্দিন, আমিরুল ইসলামের ছেলে ইব্রাহিম, শহর আলীর ছেলে কবিরুল ইসলাম ও চান্দুড়িয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে আক্তারুল ইসলাম ও আহমদ আলীর ছেলে কামাল হোসেন।
সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আরমান হোসেন জাগো নিউজকে জানান, ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশকালে পাঁচটি গরুসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন